আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারালো ১৬৩

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আলোকিত ডেস্ক:
আজ ০৬ জুলাই-২০২১, মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়
, প্রাণগাতী  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৬৩ জন মারা গেছেন। ফলে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা  দাঁড়াল ১৫ হাজার ৩৯ জন। এদের মধ্যে পুরুষ ৯৮ জন নারী ৬৫ জন মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৯১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে পাঁচজন রয়েছেন। নতুন করে ১১ হাজার ৫২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল লাখ ৬৬ হাজার ৪০৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ৪৬ শতাংশে। ২০২০ সালের মার্চ দেশে প্রথম জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আলোকিত প্রতিদিন/০৬ জুলাই ২০২১/আর এম

- Advertisement -
- Advertisement -