আলেকিত ডেস্ক:
আজ ০৬ জুলাই ২০২১, মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম জানান, সামনে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আযহা । ঈদুল আযহা কে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে আগামী ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা করবে । তিনি আরও জানান, কোরবানীর পশু বিক্রেতাদের সেবা প্রদানের উদ্দেশ্যে প্রাথমিকভাবে ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেন ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চলাচল করবে৷ তবে পশু ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে বিশেষ ট্রেন ‘ক্যাটল স্পেশাল ট্রেন’এর সংখ্যা কম বেশি হবে। বিকেল সাড়ে ৩টায় ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে পরের দিন ভোর ৬টায় পৌছাবে। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে।
আলোকিত প্রতিদিন/০৬ জুলাই ২০২১/আর এম