ঈদে উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফিরতে চায় নোবিপ্রবি শিক্ষার্থীরা

0
464
প্রতিনিধি, নোবিপ্রবি: 
করোনা ভাইরাসের প্রকোপ প্রতিরোধে দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের কারণে বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন।  এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে করে বাড়ি ফিরতে চায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ জুলাই) আটকে পড়া এসব শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে করে নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর বরাবর লিখিত আবেদন করেন। আবেদনপত্রে শিক্ষার্থীরা চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে দেশের সকল বিভাগীয় শহরগুলোতে  নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অনুরোধ করেন।
বাস চেয়ে শিক্ষার্থীদের আবেদনের ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। আর যারা ইন্টারনেট সুবিধার জন্য নোয়াখালীতে অবস্থান করছে তাদেরকে অনুরোধ করব নোয়াখালী ত্যাগ না করার। কারণ ঈদের পরপরই সব বিভাগে পুরোদমে পরীক্ষা শুরু হবে । তখন লকডাউন থাকলে নোয়াখালীতে অনেকে আসতে পারবে না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, শিক্ষার্থীরা যেহেতু বাস চেয়ে আবেদন করেছে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিবো।
আলোকিত প্রতিদিন/৮ জুলাই-২১/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here