টাঙ্গাইলের করটিয়ায় গরুর হাটে ভীড়: বালাই নেই স্বাস্থ্যবিধির

0
387

প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় কঠোর লকডাউন উপেক্ষা করে ও সরকারী কঠোর বিধিনিষেধ অমান্য করে চলছে গরুর হাট। জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা গরুর ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। এতেকরে বাড়ছে করোনার ঝুঁকি। গরুর হাটে এসে ক্রেতা-বিক্রেতারা যেন করোনাভাইরাসের কথা ভুলে গেছে।

বৃহস্পতিবার সকালে গরুর হাটে গিয়ে এমন চিত্র দেখা মিলে। হাট কমিটির পক্ষথেকে স্বাস্থ্যবিধির নানা পদক্ষেপ নেয়া হলেও তা খুব একটা কাজে আসতে দেখা যায়নি। ফলে করোনার উচ্চ সংক্রামণের মারাত্মক ঝুঁকির সৃষ্টি করছে। হাটে গাদাগাদি করে চলছে ক্রেতা-বিক্রেতাদের দর কষাকষি ও বেচাকেনা। অনেকেই মাস্ক পরেনি। যারা পড়েছেন তাদের অনেকের মাস্ক থুতনিতে।

নাগরপুর উপজেলার সহবতপুরের গরু ব্যবসায়ী মালেক সিকদার বলেন,মাস্ক পইড়্যা হাটে আইছিলাম। গরু ও মানুষের ভীড়ে মাস্ক মুােখ রাখা যায়না তাই মাস্ক খুলে পকেটে রেখে দিয়েছি। নাটিয়াপড়া থেকে গরু বিক্রি করতে আসা রমিজ উদ্দিন বলেন, গরু বিক্রি করতে এসে বিপাকে পড়ে গেছি, সামাজিক দুরত্বে কোন তোয়াক্কাই করছেনা। দাম কিছুটা কম হলেও তাড়াতাড়ি বিক্রি কওে চলে যাবো কারণ জীবনের চেয়ে টাকা বড় না । বেঁচে থাকলে টাকা কামাইতে পারমূ।

এদিকে, হাটের ইজারাদার কমিটির পক্ষথেকে জানায়, আমাদের হাটে যারা মাস্ক পড়ে আসেনাই তাদেও মাঝে মাস্ক বিতরণ করছি। এবং হ্যান্ডসেনিটাইজারের ব্যবস্থাও রয়েছে। হাট ডেকে এনে আমাদের লচ গুনতে হচ্ছে। গত বছর বন্যার কারনে তিন মাস হাট বন্ধ ছিলো। এবার আবার করোনার প্রভাব পড়েছে। কিভাবে আমাদের ডাকের টাকা উঠবে বুজতাছিনা।হাটে আসা গৃহস্থ ও খামারিরা বলেন, হাটে ক্রেতা কম তাই গরুর ভাল দাম পাচ্ছিনা। তোরাব আলী নামের এক গৃহস্থ বলেন, দুই বছর যাবত আমি এই গরুটি লালন-পালন করছি, করোনার কারনে ভাল দাম হচ্ছেনা। করটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু বলেন, প্রসাশনের পক্ষ থেকে গরুর হাটে স্বাস্থ্যবিধির বিষয়ে বলা হলে আমি পরিষদের পক্ষথেকে মাইকিং করে দিয়েছি।

এ বিষযে, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভুমি) মো. খাইরুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে যদিও সরকারিভাবে হাট বসানোর কোন অনুমতি নেই, তবে সার্বিক বিবেচনায় ও স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে গরুর হাট বসানোর মৌখিক অনুমোদন রয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আলোকিত প্রতিদিন /৮ জুলাই,২০২১ / দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here