করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায়, ঈদুল আজহায় ওমানে লকডাউন

0
281

আন্তর্জাতিক ডেক্স ;

মহামারী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আসছে ঈদুল আজহায় ওমানে লকডাউন ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে খালিজ টাইমস। জানা গেছে, ১৬ জুলাই থেকে এ লকডাউন ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকবে এ নিষাধাজ্ঞা, যা কার্যকর থাকবে ঈদুল আজহা চলাকালেও। এই সময় সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, মানুষ এবং যান চলাচল বিকাল ৫টা থেকে রাত ৪টা পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে ঈদুল আজহার নামাজের জন্য, কোরবানির পশুর হাট এবং সব ধরনের গণজমায়েত লকডাউনের সময় নিষিদ্ধ করা হয়েছে। পারিবারিক সম্মিলন, ঈদের শুভেচ্ছা বিনিময় এবং সম্মিলিত উৎসব উদযাপনও নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবে। তবে করোনার প্রকোপ কম থাকায় মুসান্দাম গভর্নোরেটে বাণিজ্যিক কার্যক্রম, মানুষের চলাচল এবং গাড়ি চলবে। এদিকে. দেশটি মিসরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। একই সঙ্গে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, তিউনিসিয়া, লিবিয়া, আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রুনাইয়ের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আলোকিত প্রতিদিন/৮জুলাই-২১/এইচ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here