সংসদ সদস্য এমিলি দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত

0
349

আহসানুল ইসলাম আমিন, মুন্সীগঞ্জ :
টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত হয়েছেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। এ নিয়ে তিনি দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হলেন। এমপি সাগুফতা ইয়াসমিন এমিলির ব্যক্তিগত সচিব নাসির হোসেন বৃহস্পতিবার ৮ জুলাই বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গত ৪জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করতে লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলায় প্রতিটি ইউনিয়নে যান সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি । ঢাকায় ফিরে এসে করোনা উপসর্গ দেখা দিলে ৬ জুলাই জাতীয় সংসদ মেডিকেল সেন্টারে নমুনা পরীক্ষা করাতে দেন তিনি। পর দিন বুধবার তার রিপোর্ট পজিটিভ আসে।

বর্তমানে তিনি হোম কোয়ারেন্টেনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এসময় নেতাকর্মীদের সাথে তিনি যোগাযোগ রাখতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেছেন এমিলি। আওয়ামী লীগ সরকার জনকল্যাণমুখী সরকার, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আওয়ামীলীগ মানুষের পাশে রয়েছে। মহামারী করোনায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ, সংসদ সদস্য বৃন্দ এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ মানুষের পাশে আছে এবং সেবা করে যাচ্ছে। এই সেবার ব্রত নিয়ে তিনিও কাজ করে যাচ্ছেন নির্বাচনী এলাকায় নিয়মিত। তিনি দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ১ ডিসেম্বর  প্রথমবার করোনায় আক্রান্ত হন সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি । সুস্থ হওয়ার পর চলতি বছর টিকাদান কার্যক্রম শুরু হলে গত ৭ ফেব্রুয়ারি তিনি করোনার টিকা নেন।

আলোকিত প্রতিদিন /৮ জুলাই,২০২১ / দুখু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here