প্রতিনিধি, নেত্রকোণা:
সারাদেশে যখন করোনা ভাইরাস সংক্রমণের জন্য কঠোর লকডাউন দিয়েছে সরকার ঠিক তেমনি গরিব অসহায় জন্য খাদ্য সহয়তা অভাব অনটন দূর করার লক্ষে প্রধানমন্ত্রী খাদ্য সহয়তা উপহার দিয়ে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় নেত্রকোণায় কোভিড-১৯ সংক্রমণ হ্রাস ও চলমান বিধি-নিষেধ পরিস্থিতি বিবেচনায় নিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে সড়কে খেটে-খাওয়া রিক্সা চালকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। ০৯ জুলাই, শুক্রবার সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজি মোঃ আবদুর রহমান খেটে-খাওয়া রিক্সা চালকদের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন। চলমান বিধি-নিষেধ প্রতিপালনের দরুন খাদ্য সহয়তা পেয়ে খেটে-খাওয়া রিক্সা চালকরা স্বস্তিবোধ করে। পরবর্তীতে জেলা প্রশাসক নেত্রকোণা পৌরসভার বিভিন্ন সড়ক পরিদর্শন করেন এবং শহরের মানুষদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে চলার পরামর্শ প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন , নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান , উপজেলা নির্বাহী অফিসার (সদর) মাহমুদা আক্তার , বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন /৯ জুলাই,২০২১ / দ ম দ