প্রতিনিধি,মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অতিদরিদ্র, দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার ৯ জুলাই সকালে উপজেলার কনকসার ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চাল বিতরণের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আতিকুল হক। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১০টি ইউনিয়নে ৩ হাজার ৯শত ৬৩ জনের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) মো.আব্দুল কুদ্দুস বুলবুল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাজেদা সরকার, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সী, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নাসিম আলম কাজল, কনকসার ইউপি সদস্য আব্দুল হাকিম ডাক্তার, মো. মাসুদ বেপারী, সাবেক ইউপি সদস্য মো. রশিদ হাওলাদার প্রমুখ।
আলোকিত প্রতিদিন /৯ জুলাই,২০২১ / দ ম দ