টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৯০; মৃত্যু ৫

0
286

প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইলে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯০ জন আক্রান্ত হয়েছে এবং করোনা উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে ২৯০টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত ৪ জন ও উপসর্গ নিয়ে আরো ১ জনসহ মোট ৫ জন মারা গেছেন।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৭১০টি নমূনা পরীক্ষা করে ২৯০টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে; শনাক্তের হার ৪০.৮৫%। এ পর্যন্ত টাঙ্গাইলে সর্বমোট ৯৮৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। টাঙ্গাইলে মোট মৃত্যু ১৫০। আরোগ্য লাভ করেছেন ৫১৯৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৭৭ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬০৫৪ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি সকলকে সরকার নির্দেশিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। এ দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব শুক্রবার (৯ জুলাই) জানান, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ১ ও উপসর্গ নিয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে।

আলোকিত প্রতিদিন /৯ জুলাই,২০২১ / দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here