বিনোদন ডেস্ক:
বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয় করে আলোচনায় তিনি। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে ‘অ্যা সারটেইন রিগার্ড’ বিভাগে নির্বাচিত হয়েছে এটি।
‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার টিমের সঙ্গে অনুষ্ঠান যোগ দিতে দক্ষিণ ফ্রান্সের সমুদ্র তীরবর্তী কান শহরে উপস্থিত বাঁধন। উৎসবে সিনেমাটি প্রদর্শনের পর ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। প্রদর্শনী শেষে প্রাণ খুলে হেসেছেন বাঁধন। কারণ হিসেবে তিনি জানান, এতদিন এক রকম মানসিক চাপের মধ্যে ছিলেন। বাঁধন যেন এখন বাঁধন হারা। অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ছবি নিয়ে এই ফটো ফিচার।
আলোকিত প্রতিদিন /৯জুলাই,২০২১ / টিএম