নেত্রকোণা সদরে প্রাণ আইসক্রিম প্রতিষ্ঠানকে ১০ হাজার  টাকা জরিমানা

0
354

প্রতিনিধি , নেত্রকোণা : 
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নেত্রকোনার সদর উপজেলার  ১টি  প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম   ১০ইং জুলাই শনিবার  এই অভিযান (বাজার তদারকি) পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক ও নেত্রকোণা পুলিশ  টিম। সহকারী পরিচালক মো. শাহ আলম জানান, নেত্রকোণা সদর উপজেলা  রাজুর    বাজারে    প্রাণ আইসক্রিমের প্রতিষ্ঠানটি   অন্য  কোম্পানির  মোড়ক ব্যবহার,  মেয়াদবিহীন  , নিষিদ্ধ রং, স্যাকারিন    দিয়ে পণ্য উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রাণ আইসক্রিম  প্রতিষ্ঠানটিকে  ১০ হাজার  টাকা জরিমানা করা হয়েছে এবং সর্তক করা হয়েছে  জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন /১০ জুলাই,২০২১ / দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here