প্রতিনিধি, ফুলবাড়ী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কিশামত প্রাণকৃঞ্চ গ্রামে পুকুরের পানিতে ডুবে মিরাজ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মিরাজের বয়স দুই বছর। সে ওই গ্রামের হারুন মিয়ার ছেলে। এলাকাবাসী জানান, শনিবার দুপুরে খেলতে খেলতে সকলের অজান্তে শিশুটি বাড়ীর পাশের পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর শিশুটির পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে এদিক সেদিক খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ীর লোকজন পুকুরের পানিতে শিশুটির ভাসমান লাশ দেখতে পায়। পরে পরিবারের লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এসে পুকুরে নেমে শিশুটির লাশ উদ্ধার করে। পুকুরের পানিতে ডুবে শিশু মিরাজের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন।
আলোকিত প্রতিদিন /১০ জুলাই,২০২১ / দ ম দ