গজারিয়ায় নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করছেন হাজী আক্তার

0
2549
দেলোয়ার হোসেন, মুন্সীগঞ্জ :
গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী-গজারিয়া সড়কের ভাঙ্গা অংশ নিজস্ব অর্থয়ানে সংস্কার কাজ করেন উপজেলা আওয়ামী লীগ সদস‍্য হাজী আক্তার হোসেন।
সরেজমিনে ঘুরে ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, গত ক’দিন পূর্বের অতি বৃষ্টিতে রাস্তাটি ভেঙ্গে জলাবদ্ধতার ও পরবর্তীতে খানাখন্দের সৃষ্টি হয়। যার ফলে এ পথে যাতায়াতরত যাত্রী ও সাধারণ গ্রামবাসীকে পড়তে হয় দূর্ভোগে। ইতিমধ্যে জলাবদ্ধতা নিরসনে ব্যক্তিগত উদ্যোগেই ব্যবস্থা করে দিয়েছিলেন হাজী আক্তার হোসেন। এবারও জন দূর্ভোগের কথা চিন্তা করে ব্যক্তিগত  অর্থায়নে তিনি এ রাস্তার সংস্কার কাজ করছেন। এ বিষয়ে রিক্সাচালক  জাকির  মোল্লা  বলেন, আক্তার হাজী এলাকার মানুষের জন্য অনেক কাজ করেন, এ রাস্তা দিয়ে চলাফেরা করতে অনেক অসুবিধা হতো, রাস্তাটি সংস্কারের ফলে এলাকার মানুষ অনেক উপকৃত হবে। অটোরিকশা চালক মতিন বলেন, হাজী আক্তার ভাই জনগণের দু:খ মোচনের জন‍্য অনেক পরিশ্রম করে, সে নিজের ব‍্যক্তিগত অর্থায়নে কাজ করেন। এক বৃদ্ধা মহিলা বলেন, গত করোনাকালীন  প্রথম ধাপে  সময় থেকে শুরু করে এখন পর্যন্ত  তিনি হোসেন্দী ইউনিয়নের সকল মানুষের জন্য সাহায্য সহযোগিতা ও কাজ করে যাচ্ছেন, এলাকার হতদরিদ্র কর্মহীন মানুষদের পাশে থেকে সব সময় সাহায্য সহযোগিতা করেন। এ বিষয়ে হাজী আক্তার হোসেন বলেন, এই রাস্তাটি সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় এলাকার লোকজনের চলাচলের বিঘ্ন ঘটে। এই রাস্তা দিয়ে প্রতিদিন ৪/৫ হাজার মানুষ চলাচল করে। এলাকার মানুষের চলাচলে দুর্ভোগের কথা চিন্তা করে, এ রাস্তাটি সংস্কার করছি এতে এলাকার লোকজনের কিছুটা হলেও দুর্ভোগ লাঘব হবে। মানুষের পাশে থেকে কাজ করতে পারলে শান্তি পাই।
আলোকিত প্রতিদিন /১২ জুলাই,২০২১ / দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here