প্রতিনিধি বগুড়া:
বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশ সোমবার (১২ জুলাই) ভোরে গাবতলী উপজেলার উঞ্চরখী বাজার এলাকা থেকে ডাকাতির ২১টি গরুসহ একটি ট্রাক জব্দ করেছে। এ সময় দুজনকে আটক করা হয়। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল জানান, এএসআই রবিউল ইসলামসহ কয়েকজন রাত্রীকালীন ডিউটি করার সময় একটি ট্রাক থেকে কয়েকজন লোককে গরু নামাতে দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ এগিয়ে গেলে ডাকাতরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় ট্রাকের চালকের আসনে বসা দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। জিজ্ঞাসাবাদ আটককৃতরা জানায় দিনাজপুর হিলি রেলগেট থেকে গরুসহ ট্রাক চুরি করে এনেছে তারা। জিজ্ঞাসাবাদে তারা জানায় ট্রাকের ড্রাইভার, হেলপার ও গরুর ব্যাপারীদেরকে জুসের মধ্যে ঘুমের ঔষুধ খাইয়ে অজ্ঞান করে তারা রাস্তায় ফেলে রেখে এসেছে। পরবর্তীতে গরুর ট্রাকটি উদ্ধারের সংবাদ পেয়ে ট্রাকের ড্রাইভার এবং গরুর মালিক গাবতলী থানায় এসে জানান, নীলফামারী জেলার গরুর হাট হতে গরু ক্রয় করে ট্রাক যোগে ঢাকা নেওয়ার পথে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকার রংপুর-ঢাকা মহাসড়কের উপর পৌছালে অজ্ঞাতনামা ৫/৬ জন ডাকাত ট্রাকটি বেরিকেট দিয়ে ট্রাকের ড্রাইভার, হেলপার ও গরুর মালিকদের বেঁধে রাস্তার পার্শ্বে ফেলে দিয়ে গরু ভর্তি ট্রাকটি ডাকাতি করে নিয়ে যায়। আটককৃত শাকিল আহমেদ (২৫) ও আব্দুল বারী ওরফে যুবরাজ (৪০) উভয়ের বাড়ি গাবতলীর উঞ্চরখী গ্রামে বলে জানা গেছে। এ ব্যাপারে অজ্ঞাত ৬ জনকে আসামী করে গাবতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আলোকিত প্রতিদিন /১২ জুলাই,২০২১ / দ ম দ