প্রতিনিধি, নড়াইল:
নড়াইলে পৃথক অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ জুন (রোববার) রাতে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চামরুল গ্রামের মান্নান বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস ও দক্ষিণ তুলারামপুর গ্রামের জাফর মোল্যার ছেলে মামুন মোল্যার বাড়ি হতে দুটি মোটরসাইকেল জব্দ করে ডিবি পুলিশ।মোটরসাইকেল চুরির কাজে জড়িত থাকার অভিযোগে পুলিশ লিটন বিশ্বাস ও মামুন মোল্যাকে আটক করে। এদিকে গত ২৮ জুন (সোমবার) দিনগত রাতে এ ইউনিয়নের বামনহাট গ্রামে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১টি চোরাই মোটরসাইকেলসহ দীনবন্ধু অধিকারী ছেলে অপূর্ব অধিকারী আটক করে।
সূত্রে জানা যায়, তুলারামপুর ইউনিয়নের প্রভাবশালী চেয়ারময়ানের নিকট হতে এই মোটরসাইকেল গুলো কেনার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। এলাকায় খোজ খবর নিয়ে যানা গেছে ইউপি নির্বাচনে বুলবুলের নিকট হতে এই সব চোরাই মোটরসাইকেল কেনা হয়েছে। ২০১৬ সালে জোড়া পাম্পের নিকট চোরাই গাড়ি সহ তিনি জনরোষানলে পড়েন। তখন পিতার সম্মান বিবেচনায় তাকে মোচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। ইউনিয়নের পেড়লী গ্রামের বাসিন্দা মরহুম আনেয়ার মোল্যার স্ত্রী ভিডিও সাক্ষাৎকারে জানান, আমার স্বামী চেয়ারম্যান বুলবুলের নিকট হতে আটকৃত গাড়িটি কিনেছিলো। পরবর্তীতে গাড়িটি চোরাই জানতে পেরে আমার গাড়িটি বিক্রি করে ফেলি। অপর দিকে একই গ্রামের ওয়াব বলেন, চেয়ারম্যান গাড়ি চোর চক্রের এক জন সদস্য । তার মাধ্যমে এলাকায় একাধিক গাড়ি বিক্রি হয়েছে। সরেজমিনে তদন্ত করলে চেয়ারম্যানের মুখোশ উন্মুক্ত হয়ে যাবে। এ দিকে আটককৃত গাড়িগুলো চেয়ারম্যানের নিকট হতে কেনা হয়েছে মর্মে শিকার করলে ও অদৃশ্য কারণে চেয়ারম্যানকে মামালার নধিভুক্ত না করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অপর দিকে অপূর্বর নিকট হতে আটককৃত গাড়িটি ১৫০ টাকার স্টাম্পে বুলবুল চেয়ারম্যানের ছেলে মাসুদ রানার এভিডেবিট করে দিয়েছেন । মাসুদ রানা আবার গাড়িটি মতিয়ার রহমানের নিকট হতে ১০০ টাকার স্টাম্পে এভিডেভিট করেছেন। বি আর টি অফিস সূত্রে গাড়িটির মালিক মোহাম্মদ আমজেদ। এহেন পরিস্থিতিতে এলাকায় আলোচনা সমালোচনা ঝড় বইছে । স্থানীয়রা মনে করেন সঠিক ও সুষ্ঠ তদন্ত হলে বেরিয়ে আসবে ধলের বিড়াল। এলাকার সচেতন মহল এই গাড়ি চোর চক্রের মুল হতাকে খুজে বের করতে সি আইডির তদন্ত দাবি করেছেন। সেই সাথে এলাকা থেকে চেরাই মোটরসাইকেল জব্দ করার আহবান জানিয়েছেন।
এ বিষয়ে ডিবি ওসি সুকান্ত শাহা জানান, চোরাই মোটরসাইকেল জব্দ করে আসামিদের নামে নিয়মিত মামলা রজু করা হয়েছে। ঘটনার সাথে যদি কেউ জড়িত থাকে তাহলে তদন্তে বেরিয়ে আসবে। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৪ জুলাই,২০২১/ দ ম দ
- Advertisement -

