প্রতিনিধি,আশুলিয়া:
ঢাকার আশুলিয়ায় যানজটে আটকা পড়ে গরমে ২৭ মণ ওজনের একটি গরু মারা গেছে। এ ঘটনায় অসুস্থ হয়েছে আরো পাঁচটি গরু। শুক্রবার দুপুর ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় গরুটি মারা যায়। ক্ষতিগ্রস্ত গরুর মালিক মুকুল হোসেন বলেন, ছয়টি গরু নিয়ে পাবনার সাথিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। পথে টাঙ্গাইল থেকেই যানজটে পড়েছিলাম। বাইপাইল আসতেই ১৭ ঘণ্টা সময় লেগেছে। গরম আর যানজটে দীর্ঘ সময় আটকে থেকে এখানে এসেই ট্রাকের মধ্যে মারা গেছে ২৭ মণ ওজনের গরুটি। এ সময় অসুস্থ হয়েছে ট্রাকে থাকা আরো পাঁচটি গরু। তিনি বলেন, এলাকায় এই গরুটির দাম উঠেছিল সাড়ে পাঁচ লাখ টাকা। ভালো দাম পাওয়ার আশায় রাজধানী ঢাকায় নিয়ে যাচ্ছিলাম। কিন্তু গরুটি মারা যাওয়ায় প্রায় ছয় লাখ টাকা ক্ষতি হয়ে গেল। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে এর ক্ষতিপূরণ দাবি করেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, গতকাল থেকেই সাভারের মহাসড়ক ও শাখা সড়কে যানজট। তার সাথে তীব্র গরমও ছিল। এতে সাধারণ যাত্রী ও কোরবানীর পশুদেরও গরমে নাভিশ্বাস উঠেছে। অনেক জায়গায় গরু অসুস্থ হওয়ার খবরও পেয়েছি। বেপারীরা গরুগুলোকে সুস্থ রাখতে শরীরে পানিও ঢালছেন। পশুবাহী গাড়ির ক্ষেত্রে আমাদের আলাদা কোনো নির্দেশনাও নেই।
আলোকিত প্রতিদিন/১৬ জুলাই ২০২১/ আর এম