ঈদের আগে ২ দিন ব্যাংকের সব শাখা খোলা থাকবে

0
632

আলোকিত ডেস্ক:
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে  জানা যায়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদের  আগে ২ দিন ব্যাংকের সব শাখা খোলা থাকবে ।  এ সময় ব্যাংক লেনদেন চলবে বিকাল ৪টা পর্যন্ত।  শিল্পাঞ্চলগুলোতে অতিরিক্ত আরও ২ দিন ব্যাংক খোলা থাকবে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, শুক্রবার ও শনিবার ২ দিন ব্যাংক বন্ধ থাকবে। ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি কঠোরভাবে মেনে ১৮ এবং ১৯ জুলাই সব পর্যায়ের গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে পারবে।  এই দুইদিন  ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। লেনদেন-পরবর্তী  কার্যক্রম চলবে বিকাল ৬টা পর্যন্ত।তবে শিল্পাঞ্চলে শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন ভাতা প্রদানের সুবিধার্থে অতিরিক্ত ২ দিন অর্থাৎ শনিবার (১৭ জুলাই) এবং মঙ্গলবার (২০ জুলাই) ব্যাংকের শাখা খোলা থাকবে। এ সময় ব্যাংকের শাখাগুলোতে সকাল ১০ টাকা থেকে বেলা ২ টা পর্যন্ত লেনদেন চলবে।কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়, ঈদ-উল-আযহার আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী,সাভার, আশুলিয়া,গাজীপুর, টঙ্গী,   ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরী পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালনপূর্বক আগামী ১৭ ও ২০ জুলাই ব্যাংকে সকাল ১০টা থেকে বেলা ২ টা পর্যন্ত লেনদেন চলবে। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম চলবে ৩.৩০টা পর্যন্ত।  উল্লেখিত তারিখে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা চালু থাকবে।  তবে, ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠু পরিচালনার স্বার্থে উল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোন ব্যাংক শাখার উপর চেক প্রদান করা যাবে।

আলোকিত প্রতিদিন/১৬ জুলাই ২০২১/ আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here