প্রতিনিধি, চন্দনাইশ:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর ১নং ওয়ার্ড এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮ টায় চাগাচর ১ নম্বর ওয়ার্ডের আবদুল্লাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত ইউছুফের ছেলে বশির আহমদ (৪২) এর সাথে তার প্রতিবেশী আব্দুর রশিদের ছেলে নুর হোসেন (৩৮) এর সাথে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিলো।ঘটনার দিন সকাল ৮ টায় বশির আহমদ তার পৈত্রিক সম্পত্তিতে ট্রাক্টর নিয়ে চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এর রেশ ধরে বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের তিনজন মহিলা সহ ৮ জন আহত হয়। আহতরা হলেন- ওই এলাকার মৃত ইউছুফের ছেলে বশির আহমদ (৪২), মৃত আব্দুস শুক্কুরের ছেলে আলিম উদ্দিন (৪৭), ফয়েজ আহমদের স্ত্রী ইসমত আরা (৪২), নুর আহম্মদের স্ত্রী খতিজা বেগম (৪০), আব্দুর রশিদের ছেলে নুর হোসেন (৩৮) আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম (৫০), আব্দুর রহিমের ছেলে হুমায়ুন কবির (২৮), আব্দুল বাড়ীর স্ত্রী রাজিয়া বেগম (৪০)। আহতদের দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে বশির আহমদ, আলিম উদ্দিন, নুর হোসেন, হুমায়ুন, আব্দুর রহিম, রাজিয়া বেগমের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে চাগাচর ১নং ওয়ার্ডের সাবেক ইউ পি সদস্য মো. ইয়াছিন বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মারামারিতে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছে। সংবাদ পেয়ে দোহাজারী হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নিয়েছি। গুরতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।’ এ ব্যাপারে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আরিফুজ্জামান খান জানান, চাগাচর ১নম্বর ওয়ার্ডের সাবেক ইউ.পি সদস্য মো. ইয়াছিনের মাধ্যমে মারামারির সংবাদ পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষ অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/ ১৬ জুলাই,২০২১/ দ ম দ