সারিয়াকান্দিতে সিএনজি’র ধাক্কায় ভ্যান চালকসহ নিহত ২

0
311
প্রতিনিধি, বগুড়া:
বগুড়ার সারিয়াকান্দিতে  সিএনজি’র  ধাক্কায় অটোভ্যান চালকসহ ২ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি নামক স্থানে।  বৃহস্পতিবার সময় আনুমানিক  রাত ১০ ঘটিকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হিন্দুকান্দি এলাকার ইউনুছ মিয়ার ছেলে ভ্যান চালক সিহান মিয়া (১৬) ও একই এলাকার আফতাব মিয়ার ছেলে আব্দুল ওয়ারেছ (২২)। ঘটনাস্থল থেকে হাসপাতালে নেয়ার পথে নিহত হন সিহান এবং পরে রাত ২ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় ওয়ারেছ মারা যায়। অটো ভ্যানকে ধাক্কাদেয়া সেই সিএনজি চালক গাড়ী সহ ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে । শুক্রবার সকালে ঐ সিএনজি চালক কে গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এ ব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন , এই ঘটনায় উভয় পরিবারের কেউ মামলা দায়ের  করেননি। তবে ওই পলাতক সিএনজি চালককে আটক করতে মাঠে কাজ করছে থানা পুলিশ।
আলোকিত প্রতিদিন/ ১৬ জুলাই,২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here