দুই সপ্তাহে অনলাইনে কোরবানির পশু বিক্রি ১৬৬৫ কোটি টাকার

0
341

আলোকিত ডেস্ক:
প্রাণীসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, সারদেশে গত দুই সপ্তাহে অনলাইনে ২ লাখ ৩৮ হাজার ৬৮টি পশু বেচাকেনা হয়েছে , যার মূল্য হিসেব করলে দাড়ায় ১ হাজার ৬৬৫ কোটি ৫ লাখ ১ হাজার ৬৭২ টাকা।আজ ১৬ জুলাই ২০২১, শুক্রবার প্রাণীসম্পদ অধিদপ্তর চলতি মাসের ২ থেকে ১৫ তারিখের হিসাব তুলে ধরে  জানায়, অনলাইনে কোরবানির পশু বেঁচাকেনার জন্য বর্তমানে অনলাইন সংখ্যা ১ হাজার ৭৬৮টি। তন্মধ্যে সরকারি উদ্যোগে  ৬০২টি, আর বেসরকারি উদ্যোগে ১ হাজার ১৬৬টি পরিচালিত হচ্ছে। সরকারি বেসরকারি উদ্যোগে পরিচালিত অনলাইন বাজারে ১৪ দিনে ১৫ লাখ ৯৩ হাজার ৬৯২টি কোরবানির পশুর তথ্য আপলোড করা হয়েছে। অধিদফতরের দেওয়া তথ্য মতে, চট্টগ্রাম বিভাগে অনলাইনে সবচেয়ে বেশি পশু বিক্রি হয়েছে। এ বিভাগে মোট এক লাখ ২৬ হাজার ৪৬৫টি পশু বিক্রি হয়েছে, যার বাজার মূল্য ৮৯৪ কোটি ৪৩ লাখ ১৪ হাজার ৯৪৮ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে পশু বিক্রি হয়েছে ২৫ হাজার ৮৫১টি, যার বাজারমূল্য ২৬১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ১৪৭ টাকা। রাজশাহী বিভাগে ২৯ হাজার ৩০০টি পশু বিক্রি হয়েছে, যার বাজারমূল্য ১৬২ কোটি ২১ লাখ ৬৬ হাজার ৯৯ টাকা। খুলনা বিভাগে ৮ হাজার ১৪৮টি পশু বিক্রি হয়েছে, যার বাজার মূল্য ৫৩ কোটি ৫৪ লাখ এক হাজার ২০০ টাকা। বরিশাল বিভাগে ১ হাজার ৩৮৭টি পশু বিক্রি হয়েছে, যার বাজার মূল্য ৯ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৪০০ টাকা। সিলেট বিভাগে ২ হাজার ২৫২টি পশু বিক্রি হয়েছে, যার বাজার মূল্য ১৩ কোটি ৪২ লাখ ৭৩ হাজার ৫২৮ টাকা। রংপুর বিভাগে ১৯ হাজার ৯২৫টি পশু বিক্রি হয়েছে,যার বাজার মূল্য ১১১ কোটি ৮ লাখ ৮২ হাজার ৮৫০ টাকা। ময়মনসিংহ বিভাগে ৬৬৫টি পশু বিক্রি হয়েছে,যার বাজার মূল্য ৫ কোটি ৭৭ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা।

আলোকিত প্রতিদিন/১৬ জুলাই ২০২১/ আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here