আজ সিনোফার্মের আরও ২০ লাখ টিকা আসছে

0
392
আলোকিত ডেস্ক:
আজ ১৭ জুলাই ২০২১,শনিবার বাংলাদেশ সরকার চীনের সঙ্গে তিন কোটি ডোজ সিনোফার্মের টিকা কেনার যে চুক্তি করেছে তার ধারাবাহিকতায় দ্বিতীয় চালান হিসেবে চীন থেকে সিনোফার্মের  আরও ২০ লাখ ডোজ করোনার টিকা আজ দেশে আসছে । জুলাই মাসের শুরুতে চীন থেকে ২০ লাখ ডোজ টিকা আসে দেশে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, সরকারের ক্রয় চুক্তির দ্বিতীয় চালান হিসেবে চীন থেকে ২০ লাখ ডোজ করোনার টিকা আজ ঢাকায় পৌঁছবে। চীন তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এ টিকা পাঠাবে। দেশে এ পর্যন্ত  ভারতের কাছ থেকে কেনা ৭০ লাখ ডোজ এবং  উপহার হিসাবে ৩২ লাখ ডোজ টিকা এসেছে । চীনের কাছ থেকে কেনা ২০ লাখ ডোজ এবং উপহার হিসেবে  ১১ লাখ ডোজ টিকা এসেছে ।এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ এবং মর্ডানার ২৫ লাখ ডোজ টিকা এসেছে। দেশে এ পর্যন্ত টিকা পাওয়ার জন্য নিবন্ধন করেছেন ১ কোটি ২ লাখ ৫২ হাজার ১৬৫ জন। অক্সফোর্ডের টিকার দুই ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৬ হাজার ৭৩৮ জন, প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ২৯৫ জন। ফাইজারের টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪৬ হাজার ৯৮১ জন, মর্ডানার টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ১২ হাজার ৫৭১ জন এবং সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন ৬ লাখ ৫১ হাজার ৫৪৯ জন। সবমিলিয়ে  ৬৬ লাখ ৩১ হাজার ১৩৪ জন টিকা নিয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক রাজধানীর বিসিপিএস মিলনায়তনে এক অনুষ্ঠানে  বলেছেন, চলতি মাসে কোভ্যাক্স থেকে আরও কিছু টিকা দেশে আসবে।
আলোকিত প্রতিদিন/১৭ জুলাই ২০২১/ আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here