ঈদের পর কঠোর লকডাউন, গার্মেন্টসহ সব শিল্পকারখানা বন্ধ-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

0
378

নিজস্ব প্রতিবেদক :

আগামী ২৩শে জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত সরকার ঘোষিত লকডাউনের সময় গার্মেন্টসহ সব শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার বিজিবি-৬ এর ৯৬তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ২৩শে জুলাই থেকে ১৪ দিনের লকডাউন আরো কঠোর হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এর আগে ঈদুল আজহা উপলক্ষে করোনাভাইরাস প্রতিরোধে আরোপিত বিধিনিষেধ শিথিল করলেও আগামী ২৩শে জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত ফের কঠোর লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে লকডাউনের সময় সব ধরনের শিল্প কারখানা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। শনিবার আবারও এই ঘোষণা দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, কোরবানিকে ঘিরে আমাদের বিশাল অর্থনীতি রয়েছে। অনেকে গরু প্রতিপালন করেছে। সবকিছু বিবেচনা করে চলাফেরার ওপর বিধিনিষেধ শিথিল করতে হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যতদিন ভ্যাকসিন দেয়া না হয় ততদিন মাস্ক ব্যবহার করতে হবে। ঈদের পর ১৪ দিন যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে।

আলোকিত প্রতিদিন/১৭জুলাই-২১/এইচ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here