২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর লকডাউন

0
301
আলোকিত ডেস্ক:
আজ ১৭ জুলাই ২০২১, শনিবার চুয়াডাঙ্গায় বিজিবি-৬ এর ৯৬তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ঈদের পর ২৩ জুলাই থেকে শুরু হওয়া ১৪ দিনের লকডাউন হবে কঠিন থেকে কঠিনতর। এ সময় সরকারি, বেসরকারি অফিসসহ গার্মেন্টস ও শিল্পকারখানা বন্ধ থাকবে। প্রতিমন্ত্রী বলেন, পবিত্র ঈদু-উল-আযহা উপলক্ষে ‍ও দেশের অর্থনীতির কথা চিন্তা করে চলমান লকডাউন শিথিল করা হয়েছে। কিন্তু ঈদের পর আসছে কঠিন থেকে কঠিনতর লকডাউন। ওই সময় কাউকে ছাড় দেওয়া হবে না। করোনা ভাইরাস শনাক্তের হার বেড়ে যাওয়ায় ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের কঠোর বিধিনিষেধ। পরবর্তীতে শনাক্তের হার না কমায় বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন বাড়িয়ে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত করা হয়। পবিত্র ঈদুল আজহা, দেশের অর্থনীতি ও মানুষের জীবনধারা সার্বিক দিক বিবেচনা করে ১৫ জুলাই থেকে বিধিনিষেধ শিথিল করা হয়েছে বলেও তিনি জানান।
আলোকিত প্রতিদিন/১৭ জুলাই ২০২১/ আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here