সীতাকুণ্ডে অভিমানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

0
350
 প্রতিনিধি, সীতাকুণ্ড :
চট্রগ্রাম সীতাকুণ্ডে স্ত্রীর সাথে অভিমানে করে গলায় ফাঁস দিয়ে রবিউল হোসেন (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল (১৯ জুলাই) রবিবার দিবাগত রাতের কোন এক সময় গলায় কারেন্টের তার পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে সে আত্নহত্যা করে বলে জানায় প্রতিবেশীরা।
জানা যায়, নিহত ব্যক্তি উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড রহমত নগর এলাকার মৃত আবুল হাসেমের পুত্র। এ ঘটনার পর পুলিশ সোমবার সকালে লাশটি উদ্ধার করে চট্রগ্রাম (চমেক) হাসপাতালে প্রেরণ করে। স্থানীয় সুত্রে জানা যায়, নিহত রবিউল হোসেন রবিবার রাতে স্ত্রীর সাথে ঝগড়া করে একপর্যায়ে সে তার স্ত্রীকে রুম থেকে বের করে দিয়ে তারপর ঘরের দরজা বন্ধ করে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান। স্থানীয় ইউ.পি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান বলেন, আমার ইউনিয়নে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, তবে কি কারনে আত্নহত্যা করেছে তা এখনো সঠিকভাবে জানতে পারিনি। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গলায় ফাঁস দেওয়া এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্যে চট্রগ্রাম (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  তবে, থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
আলোকিত প্রতিদিন/১৯জুলাই-২১/এইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here