আলাদা হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

0
510

আলোকিত ডেস্ক:
মহামারী করোনা রোগীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি  ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে। এ অবস্থায় ডেঙ্গু এবং করোনা রোগীর  চিকিৎসা এক হাসপাতালে দেওয়া সম্ভব নয়। ফলে স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু রোগীর চিকিৎসায় আলাদা হাসপাতাল নির্ধারণ করার উদ্যোগ নিয়েছে । আজ ২৫ জুলাই ২০২১, রবিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে নির্মাণাধীন ফিল্ড হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের এমন তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ইতোমধ্যে প্রায় ১২শ’ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা একদিকে নন কোভিড রোগীর চিকিৎসা, অপরদিকে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা,পাশাপাশি টেস্ট ও ভ্যাকসিন সব মিলিয়ে একসঙ্গে করতে হচ্ছে। ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য আমরা আজকে বেশ কয়েকটি হাসপাতাল চিহ্নিত করেছি।  কারণ একসাথে করোনা রোগীর ও ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব নয়। তিনি আরও  বলেন, ‘যেসব হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা করা হবে সেগুলো হচ্ছে— টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল,  রেলওয়ে হাসপাতাল,লালকুঠি হাসপাতালসহ আরও কয়েকটি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হবে।  স্বাস্থ্য অধিদফতর থেকে এ বিষয়ে বিস্তারিত  জানিয়ে দেওয়া হবে।

আলোকিত প্রতিদিন /২৫ জুলাই ২০২১/ আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here