প্রতিনিধি,সাভারঃ
সাভারে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় এক নারী সহ আহত অন্তত ৫ জন। ২৬শে জুলাই সোমবার বিকেলে বনগাঁও ইউনিয়নের পাচ বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আশংকা জনক অবস্থায় আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।প্রাথমিক চিকিৎসা শেষে একজনের অবস্থা আশংকা জনক থাকায় তাকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।পরে ভুক্তভোগী পরিবারের সদস্য আলম মিয়া বাদী হয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেন। সাধারণ ডাইরি সূত্রে জানা যায় সাভারের বনগাঁও ইউনিয়নের পাচ বনগ্রাম এলাকার আলম মিয়ার ছেলে আনিচ(১১)সহ পারভেজ(১৮),হাসান(৩০) এবং শিফাত(১৫) কে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার সাহেব আলীর ছেলে ইব্রাহিম,মীর আলম এবং ইব্রাহিম এর ছেলে নূর ইসলাম,দীন ইসলাম,জহিরুল ইসলাম মারধর করে গুরুতর আহত করে। আলম মিয়া জানান পূর্ব শত্রুতার জেরে আজ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলেসহ আরো কয়েক জনকে পরিকল্পিত ভাবে হামলা করেছে।কোন কিছু বুঝে উঠার আগেই তারা পিছন থেকে বিভিন্ন লাঠি সোঁটা দিয়ে মারপিট করে আহত করেছে।আমি প্রশাসনের কাছে এ ঘটনার অভিযুক্তদের বিচারের দাবী জানাচ্ছি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মইনুল ইসলাম বলেন ভুক্তভোগীরা থানায় একটি সাধারণ ডাইরি করেছে।ঘটনাটির সঠিক তদন্তের মাধ্যমে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাভারে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় এক নারী সহ আহত অন্তত ৫ জন। ২৬শে জুলাই সোমবার বিকেলে বনগাঁও ইউনিয়নের পাচ বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আশংকা জনক অবস্থায় আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।প্রাথমিক চিকিৎসা শেষে একজনের অবস্থা আশংকা জনক থাকায় তাকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।পরে ভুক্তভোগী পরিবারের সদস্য আলম মিয়া বাদী হয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেন। সাধারণ ডাইরি সূত্রে জানা যায় সাভারের বনগাঁও ইউনিয়নের পাচ বনগ্রাম এলাকার আলম মিয়ার ছেলে আনিচ(১১)সহ পারভেজ(১৮),হাসান(৩০) এবং শিফাত(১৫) কে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার সাহেব আলীর ছেলে ইব্রাহিম,মীর আলম এবং ইব্রাহিম এর ছেলে নূর ইসলাম,দীন ইসলাম,জহিরুল ইসলাম মারধর করে গুরুতর আহত করে। আলম মিয়া জানান পূর্ব শত্রুতার জেরে আজ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলেসহ আরো কয়েক জনকে পরিকল্পিত ভাবে হামলা করেছে।কোন কিছু বুঝে উঠার আগেই তারা পিছন থেকে বিভিন্ন লাঠি সোঁটা দিয়ে মারপিট করে আহত করেছে।আমি প্রশাসনের কাছে এ ঘটনার অভিযুক্তদের বিচারের দাবী জানাচ্ছি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মইনুল ইসলাম বলেন ভুক্তভোগীরা থানায় একটি সাধারণ ডাইরি করেছে।ঘটনাটির সঠিক তদন্তের মাধ্যমে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন /২৭ জুলাই ২০২১/ আর এম