আলোকিত ডেস্কঃ
আজ ২৭ জুলাই মঙ্গলবার পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশ নিয়ে কিভাবে হল ডিজিটাল বাংলাদেশের যাত্রা, সেই গল্প শুনিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য গত ২৩ জুলাই পাবলিক সার্ভিস দিবস থাকলেও করোনার কারণে আজ ২৭ জুলাই দিবসটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্যে বলেন,’২৭ তারিখ আমাদের জন্য বিশেষ দিন’ আর ‘আজকের দিনটিও আমার বিশেষ দিন। কারণ ১৯৭১ সালের ২৩ মার্চ, পাকিস্তান দিবস হলেও সেদিন বাংলাদেশের কোথাও পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয় নি । সেদিন (ধানমন্ডি) ৩২ নম্বরের বাড়িতে আমার বাবা বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। আমি তখন সন্তানসম্ভবা। আমি সাধারণত বাবার হাত-পায়ের নখ কেটে দিতাম, সেটা আমার নিয়মিত কাজ ছিল। সেদিন একমগ পানি নিয়ে বাবার নখ কাটতে বসলাম। সেদিন বাবা বললেন, হ্যাঁ, ভালোভাবে কেটে দে, কারণ পরে আর সুযোগ পাবি কি-না! তবে তোর ছেলে হবে, সে ছেলে স্বাধীন বাংলাদেশে হবে, তার নাম “জয়” রাখবি।’শেখ হাসিনা বলেন, ‘আজকে যেই ডিজিটাল বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। এটা জয়েরই ধারণা, জয়েরই চিন্তা। কারণ, ৮১ সালে এসে যখন বার বার গণতন্ত্রের জন্য সংগ্রাম করি। তখন বার বার আমাকে গ্রেফতার-গৃহবন্দি করা হয়েছে। তখন বাবার বন্ধু আজিজ সাত্তার কাকা জয় ও পুতুলকে স্কুলে ভর্তি করিয়ে দেন। স্কুল থেকেই জয় কম্পিউটার শিক্ষা নেয়। যখন ছুটিতে আসতো, কম্পিটার নিয়ে আসতো। জয়ের কাছ থেকেই আমি কম্পিউটার শিখেছি। ৯১ সালে যখন পার্টির জন্য অনেক দামে কম্পিউটার কিনি, তখনই আমরা আলোচনা করি, কীভাবে দেশে কম্পিউটার শিক্ষা শুরু করা যায়।’তিনি বলেন, ‘৯৬ সালে যখন আমরা সরকার গঠন করি, জয় আমাকে পরামর্শ দিলো কম্পিউটারের ওপর থেকে ট্যাক্স তুলতে হবে, দাম সস্তা করতে হবে। মানুষের কাছে সহজলভ্য করতে হবে, মানুষকে প্রশিক্ষণ দিতে হবে। তাহলেই মানুষ এটা শিখবে। সেভাবেই কিন্তু আমাদের ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরু।’প্রশাসন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার হল জনগণের সেবক। সরকারি কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা মধ্য দিয়ে যে অসাধ্য সাধন করা যায় সেটাই আজকে প্রমাণিত। তাদের সঠিক প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে সব কাজ সঠিকভাবে করা সম্ভব বলেও তিনি। অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জনপ্রশাসন পদক তুলে দেন প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সভাপতির বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আলোকিত প্রতিদিন /২৭ জুলাই ২০২১/ আর এম