প্রতিনিধি,সীতাকুণ্ড:
চট্রগ্রামের সীতাকুণ্ড পৌরসভা এলাকায় গভীর রাতে দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক রবিউল হক (২৬) ঘটনাস্থলে নিহত হয়েছে। এঘটনায় অপর কাভার্ডভ্যানের চালকসহ দুজন গুরুতর আহত হয়। সুত্রে জানা যায়, গতকাল (২৭ জুলাই) মঙ্গলবার রাত (আনুমানিক) ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাস্থ দক্ষিণ-বাইপাস এলাকায় মহাসড়কের পাশে দাড়িয়ে থাকাবস্থায় একটি কাভার্ডভ্যানকে ঢাকামূখী অন্য আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে ধাক্কা দেওয়া কাভার্ডভ্যান চালক রবিউল মারা যায়। এসময় অপর ধাক্কা খাওয়া কাভার্ডভ্যান চালক আবুল খায়ের ও তার সহকারী মোঃ আলমগীর হোসেন গুরুতরভাবে আহত হয়। এ ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্রগ্রাম (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয় এবং চালক রবিউলকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। জানা যায়, নিহত কাভার্ডভ্যান চালক রবিউল হক ফেনী জেলার দাগনভুঁইয়ার উত্তর ভবানিপুর গ্রামের হারুনের পুত্র বলে জানা গেছে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির (ওসি) ওমর ফারুক জানান, গভীর রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে অন্য আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। এক চালক মারা যায় এবং অপর দুইজন চালক ও সহযোগী গুরুতর আহত হয়েছে বলে জানান।
আলোকিত প্রতিদিন/২৮জুলাই-২১/এইচ
- Advertisement -