সাভারে অপহরণের ৫ দিন পর শিশু উদ্ধার, আটক ১ 

0
329
প্রতিনিধি,সাভারঃ
সাভার থেকে স্বপ্না নামের শিশু অপহরণের ৫ দিনের মাথায় অপহরণকারীকে গ্রেফতার করে শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-৪।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪ এর সিপিসি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এরআগে গতকাল বুধবার বিকেলে সাভারের বাসস্ট্যান্ড এলাকা থেকে ১১ বছরের শিশু স্বপ্নাকে উদ্ধার করা হয়। গ্রেফতার-অপহরণকারী নাম মোঃ মোছাদ্দেক আলম (২৯)। সে দিনাজপুর জেলার বাসিন্ধা ও এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের জড়িত রয়েছে। সে মাঝে মধ্যে সাভারে আসতো। র‌্যাব-৪ জানায়, গত ২৪ জুলাই আনুমান সকাল ১১ টার দিকে শিশু স্বপ্না খাতুন অপহৃত হয়। ঘটনার দুই দিন পর অপহরকারী চক্র মোবাইল ফোনে শিশুটির পিতা-মাতার নিকট মুক্তিপণ দাবী করে। মুক্তিপণ না দিলে অপহৃত শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়। এমন অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি দল গতকাল (২৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে অপহৃত শিশু স্বপ্না খাতুনকে সাভার বাসস্ট্যান্ডের নিউ মার্কেটের সামনে থেকে উদ্ধার করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে গত ২৪ জুলাই সাভারের পলো মার্কেটের সামনে হতে অপহরণ করে। পরবর্তীতে স্বপ্নাকে ট্রাক যোগে দিনাজপুর জেলার বিরামপুর থানার ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে আটকিয়ে রাখে। পাশাপাশি শিশুটির বাবা-মার কাছে মুক্তিপণ দাবি করে। এদিকে র্যাবের দল দিনাজপুরেও অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে অপহরণকারী পুনরায় ট্রাকযোগে সাভার এলাকায় চলে আসে। পরে র‍্যাব-৪ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে ও অপহরণকারীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।
আলোকিত প্রতিদিন/২৯ জুলাই ২০২১/ আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here