প্রতিনিধি, মুন্সীগঞ্জ :
শোকাবহ আগস্ট উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে মাস্ক বিতরণ ও কোভিড-১৯ সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতামূলক কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার ৪ আগস্ট সকালে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. সোহানা তাহমিনার উপস্থিতিতে সদর উপজেলার লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, সুপার মার্কেট চত্তর, মুক্তারপুর, পুরোনো ফেরিঘাট, পঞ্চসার সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়। উক্ত মাস্ক বিতরণী কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন, শহর আওয়ামী লীগের সহ সভাপতি মো. আলী, এড. হাছান মৃধা, এড. আবু হানিফ হিরা, এড. মোহাম্মদ হোসেন শেখ, ৩নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্লা প্রমুখ।
আলোকিত প্রতিদিন/৪ আগস্ট ২০২১/ দ ম দ