ডিজে পার্টি হতো নায়িকা পরীমণির বাসায়: র‌্যাব

0
364

আলোকিত ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণি ২০১৬ সাল থেকে মাদক সেবন করতেন পরিমণী। এমনকি ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইসও সেবন করতেন পরী। তার বাসায় একটি মিনি বারও ছিল। এছাড়া ডিজে পার্টি হতো। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ পরীমণির বাসায় এসব মাদক সাপ্লাই  করতেন। আজ বৃহস্পতিবার বিকালে র‍্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা বলেন। র‌্যাব বলেন, নিজের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন অশ্লীন ভিডিও তৈরি করতো। ভুক্তভোগিদের অভিযোগের ভিত্তিতে এসব বিষয়ে তদন্ত করা হবে। অতিমাত্রায় মাদক সেবন করতেন। সেজন্য ব্যক্তিগত বাড়িতে নিজেই মিনিবার তৈরি করেছেন। খন্দকার আল মঈন বলেন, পরীমণি লাইভে এসে কেন এই ভিডিও করলে সেটি উদ্দেশ্য প্রণোদিত কিনা সেটি দেখা হচ্ছে। প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। এদিকে, পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদক এবং পর্নোগ্রাফি আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।

আলোকিত প্রতিদিন/৫আগস্ট-২১/এইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here