লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু

0
336

এস এম বেলাল, লক্ষ্মীপুর:
ঢাকায় নেওয়ার পথে লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ মো: হারুন নামে এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে তাকে দেখতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ছুটে যান স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে মারা যান হারুন।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আলমপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত হারুন স্থানীয় ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত হোসেন আহমদের ছেলে।
এদিকে হামলার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি সংশ্লিষ্ট কেউ। তবে পুলিশ বলছে, হত্যার সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। এদিকে জেলা আওয়ামীলীগ এ হামলার ঘটনায় বিএনপি জামায়াতকে দায়ী করে বলেন শান্তিপূর্ণ পরিবেশকে তারা অস্থীতিশীল করতে চাইছে। প্রত্যক্ষদর্শী, স্বজন ও পুলিশ জানায়, স্থানীয় আওয়ামীলীগ নেতা হারুন তার বাড়ীর পাশে চায়ের দোকানে আড্ডারত অবস্থায় ছিলেন। হঠাৎ সিএনজিযোগে ৪-৫ জনের সন্ত্রাসী দল এসে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার দুই হাতের কব্জি, পা ও মাথা রক্তাক্ত জখম করে। আতঙ্ক ছড়াতে কয়েকটি ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় বলে জানান স্থানীয়রা। পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর অবস্থার অবনতিতে ঢাকায় নেওয়া পথে মৃত্যু হয়। এদিকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, আওয়ামীলীগ নেতার উপর সন্তাসী হামলায় বিএনপি জামায়াত জড়িত। তারা শান্তিপূর্ণ পরিবেশকে আবারো নষ্ট করতে চাইছে। জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন তিনি।
এ ব্যাপারে লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, সিএনজিযোগে এসে ৪/৫ জন দুর্বৃত্ত এ হামলা চালায়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নেওয়ার পথে মারা যায় হারুন। এ ঘটনা জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

আলোকিত প্রতিদিন/৫ আগস্ট ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here