প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও করোনা উপসর্গ নিয়ে দুইজন মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া ৮১৮টি নমুনা পরীক্ষায় ২১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৬৭ শতাংশ। শুক্রবার(৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ পর্যন্ত জেলায় ১৪ হাজার ৭১৪ জনের করোনা শনাক্ত এবং মোট ২২৪ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ২৯৯ জন। সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান আরও জানান, জেলায় করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীরা সবাই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি সবাইকে টিকা নেওয়ার অনুরোধ করেন।
আলোকিত প্রতিদিন/৬ আগস্ট ২০২১/ দ ম দ