চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর সদর চাগাচর ২নং ওয়ার্ড এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে জড়িয়ে বাহাদুর আলম (৬৫) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।একই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
এ ঘটনায় নিহতের ভাই আকতারুল আলম বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন এবং মামলায় খোরশেদ নামের একজনকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
নিহত বাহাদুর আলম দোহাজারী জামিজুরী আহামদুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তিনি অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধূণালুপ্ত দোহাজারী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আহমদুর রহমানের মেঝ ছেলে। বুধবার ৪ আগষ্ট আছর’র নামাজের পর পৌর দোহাজারী সদর উত্তর চাগাচর ফুলতলাস্থ ফজর আলী জামে খান মসজিদ’র সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় আহতরা হলেন,খোরশেদ আলম(৪০), জুনায়েদ সালেহ (২৬),আহমদুর রহমান রিপন (৩০),কাউচার (৩৪), আনচারুল আলম (২১),মিজানুর রহমান (২৭)। এ দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির ও চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন সরকার।
এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক আলোকিত প্রতিদিনকে বলেন, ‘নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।নিহতের ভাই বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় আসামী খোরশেদ আলম(৪০)কে গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দিয়েছে চন্দনাইশ থানা পুলিশ।পরবর্তীতে ময়ণাতদন্ত শেষে ৫ আগষ্ট বৃহস্পতিবার বাদে মাগরিব দোহাজারী উচ্চ বিদ্যালয় মাঠে নিহত শিক্ষক বাহারুল আমল’র জানাযা শেষে মরহুম বাবার কবরের পাশে তাকে কবরস্থ করা হয়।
আলোকিত প্রতিদিন/৬ আগস্ট ২০২১/ দ ম দ