পাংশায় অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৩  

0
368
সাদ্দাম সোহান:
র‍্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী রাজবাড়ী জেলার পাংশা থানা এলাকায় মাদকদ্রব্য ইয়াবা পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‍্যাব ক্যাম্পের গোয়েন্দা দল তৎপর হয়ে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়।  র‍্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল রাজবাড়ী জেলার পাংশা থানাধীন ভট্টাচার্য গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ০১। মোঃ আশরাফুজ্জান আরিফ(৩৩), ০২। মোঃ মিন্টু মন্ডল(২৯), উভয় জেলা-রাজবাড়ী, ০৩। মোঃ মামুন শিকদার(৩১), জেলা-পিরোজপুরদেরকে আটক করেন। এ সময় আটককৃত আসামীদের হেফাজত হতে ০১টি বিদেশী পিস্তল, ৯,২০০ (নয় হাজার দুইশত) পিচ ইয়াবা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৯ টি সীমকার্ডসহ ০৬ টি মোবাইল ফোন জব্দ করা হয়।  আসামীদের স্বীকারোক্তি থেকে জানা যায় আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা  বিভিন্ন সময় একে অপরের সহায়তায় সাধারণ এলাকাবাসীদেরকে অস্ত্রের হুমকি দেখিয়ে রাজবাড়ী জেলার পাংশা থানার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
আলোকিত প্রতিদিন/৬ আগস্ট ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here