কোম্পানীগঞ্জে ছাত্রদলের করোনা হেল্প সেন্টার ও অক্সিজেন- উদ্বোধন

0
352

আবু বকর ছিদ্দিক, ক্রাইম রিপোর্টার :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় করোনা হেল্প সেন্টার ও অক্সিজেন-ঔষধ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত ব্যারিষ্টার মওদুদ আহমেদের বাড়িতে এ কার্যক্রমের উদ্ধোধন করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা ও সরকারি মুজিব কলেজ ছাত্রদলের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন। এ সময় প্রধান বক্তা হিসেবে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি চট্টগ্রাম বিভাগীয় টিমের প্রধান সমন্বয়ক কে এম এস মুসাব্বির শাফি। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আতাউর রহমান পাভেলের সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফুল হকের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, সেবা কার্যক্রমের সমন্বয়ক নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান, নোয়াখালী জেলা ছাত্রদল নেতা ইমরান হোসেন সাগর, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হোসেন মো. এরশাদ,বসুরহাট পৌরসভা ছাত্রদলের সভাপতি জাকের হোসেন সুমন, সাধারণ সম্পাদক মো.সাহাব উদ্দিন, কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ সাইফুল্যাহ ইমন, সাধারণ নুর উদ্দিন রুবেল প্রমূখ। এসময় বক্তরা বর্তমান করোনা মহামারিতে নোয়াখালী জেলা ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কার্যক্রমকে আরো সফল করার লক্ষে দিক নির্দেশনা প্রদান করেন। সেই সাথে এ কার্যক্রমের সহযোগিতাকারী আমেরিকার মেরিল্যান্ডে শহীদ জিয়া সড়কের উদ্যোক্তা মুহাম্মদ কাজলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আলোকিত প্রতিদিন/৬আগস্ট-২১/এইচ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here