গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলো ২১৪

0
392

আলোকিত ডেস্কঃ

দেশে করোনার প্রকোপ যেমন কিছুতেই কমছে না তেমনি ডেঙ্গুর প্রকোপও কমছে না। প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে শত শত মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে।  ৬ আগস্ট ২০২১,শুক্রবার  স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২১১ জন রাজধানীতে এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন।  ঢাকায় ভর্তি ২১১ জনের মধ্যে সরকারি ও স্বায়ত্বশাসিত হাসপাতালে ৮৮ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪৩ জন রয়েছেন। ফলে সারাদেশে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০ জনে। এদের মধ্যে ৯৭২ জন রাজধানীতে ও ঢাকার বাইরে ৩৮ জন ভর্তি রয়েছেন। পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত সারাদেশের ৪ হাজার ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৯৫ জন রোগী।

আলোকিত প্রতিদিন/৬ আগস্ট ২০২১/ আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here