প্রতিনিধি,বগুড়াঃ
আগামী ১২ আগষ্টে বগুড়া-জামালপুর নৌ রুটে ফেরি সার্ভিস উদ্বোধন করার তারিখ নির্ধারন করা হয়েছে। ফেরি সার্ভিসের শুভ উদ্বোধন করবেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বগুড়া-১ আসনের সাংসদ (প্রয়াত) কৃষিবিদ আব্দুল মান্নানের স্বপ্ন ছিল উত্তর বঙ্গের মানুষ সারিয়াকান্দি কালিতলা ফেরি ঘাট দিয়ে মাদারগঞ্জ হয়ে অল্প সময়ে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় যাতায়াত করতে পারবেন।এই ফেরি ঘাট চালু হলে বগুড়া সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষ অল্প খরচে স্বল্প সময়ে রাজধানী সহ ময়মনসিংহের বিভিন্ন জেলায় যাতায়াত করতে পারবেন। ইতোমধ্যে ফেরিঘাটে প্লাটুন এসে পৌছেছে। শিগগিরই সি ট্রাক ফেরি চলে আসবে। দীর্ঘদিনের প্রতিক্ষিত ফেরি চালু হওয়ার খবর শুনে দুই পাড়ের মানুষের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, সারিয়াকান্দি’র কালিতলা ও মথুড়াপাড়া খেয়াঘাট থেকে প্রতি দিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় মাদারগঞ্জ এবং বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। দুই পাড়ের মানুষের কষ্ট দুর করতে বগুড়া-১ আসনের সংসদ সদস্য প্রয়াত কৃষিবিদ আব্দুল মান্নানের প্রচেষ্টা এবং জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজমের সহযোগিতায় চালু হচ্ছে ফেরিঘাট। এই রুটে ফেরি সার্ভিস চালু হলে বগুড়া সহ উত্তর বঙ্গের বিভিন্ন জেলার মানুষ তাদের উৎপাদিত কৃষিপণ্য সহ বিভিন্ন সামগ্রী স্বল্প সময়ে অল্প খরচে রাজধানী সহ আশেপাশের জেলায় নিতে পারবেন। বঙ্গবন্ধু সেতু ঘুরে না যাওয়াতে প্রায় ৮০ কিলোমিটার পথ কমে যাবে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত মে মাসে ওই রুটে ফেরি সার্ভিস চালু করতে ফেরিঘাট নির্মান,সড়ক যোগাযোগ স্থাপন ও যমুনা নদীর নাব্যতা ফেরাতে নদী খননসহ নদী সংস্কার উন্নয়ন প্রকল্প গ্রহনে প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের একটি কারিগরি( বিঃ দল) সারিয়াকান্দি ও মাদারগঞ্জ এলাকায় পরিদর্শন করেছেন। সরকারের পানি ব্যাবস্থাপনা প্রকল্পে পরিকল্পনা ও প্রযুক্তি সহায়তা প্রদানকারী সরকারি জাতীয় গবেষণা প্রতিষ্টান ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) দুই সদস্যের প্রতিনিধি দল যার নেতৃত্বে ছিলেন পরামর্শক মহিউদ্দিন পাটোয়ারী। প্রকল্পের নানাদিক পর্যবেক্ষন করেন।পাশাপাশি এই রুটে ফেরি সার্ভিস চালুর জন্য প্রতিবেদন সংশ্লিষ্ট দফতরে জমা দেন। আগামী ১২ আগষ্ট সকাল ১০ টার দিকে জামথল ফেরিঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ফেরি সি ট্রাক সার্ভিসের শুভ উদ্বোধন করবেন। এসময় , জামালপুর-৩ আসনের সাংসদ মির্জা আজম, বগুড়া-১ আসনের সাংসদ সাহাদারা মান্নান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এবিষয়টি নিয়ে গতকাল সন্ধায় বগুড়া-১ আসনের সাংসদ সাহাদারা মান্নান, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, আমাদের প্রয়াত জননেতা কৃষিবিদ আব্দুল মান্নানের স্বপ্ন বাস্তবায়নে সারিয়াকান্দি-মাদারগন্জ ফেরি সার্ভিস আগামী ১২ আগষ্টে শুভ উদ্বোধন করা হবে। দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের প্রতিক্ষিত ফেরি সার্ভিসে যাত্রী ও ছোট গাড়ি পারাপার হলেও শিগগিরই বড় যানবাহন পারাপারের ব্যবস্থাও করা হবে। ইতোমধ্যে
বগুড়া- সারিয়াকান্দি সড়কের কাজ শুরু করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ৭আগস্ট ২০২১/ আর এম