নেত্রকোণা জেলার গুরুত্বপূর্ণ অফিস চত্বর এখন ঘন অরণ্যের স্তুপ

0
320
প্রতিনিধি, নেত্রকোণা:
নেত্রকোণা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসগুলোর চারপাশে রয়েছে ময়লা-আবর্জনার স্তুপ। যার দুর্গন্ধে পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে। নেত্রকোণা জেলা পরিষদ চত্বরের চার পাশ চেয়ে গেছে লতাপাতার গাছে। এ যেন কোন পরিত্যক্ত জায়গা। যেখানে প্রস্তুত হয়ে আছে মশাসহ যাবতীয় বিষাক্ত প্রাণিদের অভয়ারণ্য।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন) [১১ অক্টোবর ২০০৬] এর পঞ্চম অধ্যায়ে “স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা” শিরোনামে পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে ৫১ এর ক, খ, গ, ঘ, উপধারায় বিশদভাবে নির্দেশনা দেওয়া থাকলেও জেলা পরিষদ চত্বরের দেয়ালের চারপাশে লতাপাতা, আগাছা চেয়ে আছে।
অন্যদিকে সদর উপজেলা নির্বাহী অফিসারের ভবনের গেইটও গাছে চেয়ে গেছে, দেখে মনে হয় কয়েক বছরেও ভবনের চারপাশ পরিষ্কার করা হয়নি। উপজেলার স্টাফ কোয়ার্টারের সামনে, জয়নগর এলাকার বিভিন্ন স্থানে সারা দেশের উন্নয়ন হলেও কারও যেন তাকানোর সময় নেই এই পরিবেশ রক্ষার উপর। অথচ পরিবেশের ভারসাম্য রক্ষা করার দায়িত্বে পড়ে অফিস কর্মকর্তার উপর। যেখানে ময়লা-আবর্জনার স্তুপ রয়েছে সেখানে মশার বংশ বৃদ্ধি বেশি হচ্ছে এবং ক্ষতিকর  প্রাণী থাকে ।
এদিকে দেশের এই করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে  কোভিড-১৯ সংক্রমণের মধ্যে আবার ডেঙ্গু জ্বরে ভোগছে সারাদেশ। গড়ে ২৪ ঘন্টায় প্রায় শতশত মানুষ  জন আক্রান্ত হচ্ছে এই জ্বরে। চারপাশ পরিষ্কার না রাখলে ডেঙ্গু  রোগে আক্রান্ত হবে হাজার হাজার মানুষ।এমতাবস্থায় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা এখন সময়ের দাবী।
নেত্রকোণার পৌরসভার  বিভিন্ন  এলাকায় ময়লার স্তপের বিষয়ে মেয়রের  সাথে যোগাযোগ  করলে তিনি এবিষয়ে  কথা বলতে অনিহা প্রকাশ করেন,তিনি আরও বলেন, আমি এ বিষয়ে কোন কথা বলবো না, অন্য কাউকে   জিজ্ঞেস করেন।
এদিকে নেত্রকোণা জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক বলেন, প্রত্যেক  অফিস কর্মকর্তার দায়িত্ব  অফিসের ভিতর বাহির পরিষ্কার পরিচ্ছন্ন  রাখা, চারপাশ পরিষ্কার না রাখলে  ক্ষতিকর প্রাণী ও মশা-মাছি  থাকে।পরিবেশ রক্ষা করার প্রত্যেকর দায়িত্ব ও কর্তব্য।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা  জানান, শহরের কিছু  জায়গায় যেমন জয়নগরের সামনের  পুকুর টি পরিষ্কার  করা হয়েছে, অফিসে  চারপাশে পানি উঠে যায় তাই  এতে  শুকনো মৌসুমে   মাটি কাটা হবে এবং  চারপাশ ও  পরিষ্কার  করা হবে।
আলোকিত প্রতিদিন/ ৯ আগস্ট, ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here