প্রতিনিধি, চট্টগ্রাম:
বন্দরনগরী চট্টগ্রাম খুলশী এলাকার একটি বাসায় ভেতর টিকা গ্রহণের ঘটনা ঘটেছে। খোদ বাসার ভেতর টিকা গ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার পর পুলিশ ওই যুবককে আটক করে। বন্দরনগরী চট্টগ্রামের খুলশী থানার জাকির হোসেন রোডের বাই লেইনের একটি অভিজাত বাসা থেকে রোববার ০৮/০৮/২০২১ ইং মধ্যরাতে আটক করা হয় টিকাগ্রহণকারী এমডি হাসানকে। খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মোহাম্মদ হাসান খুলশীর জাকির হোসেন রোডের বাইলেনে পিএডিএল গার্ডেনিয়া ভবনের বাসিন্দা। তিনি ফেসবুকে পোস্ট এবং স্ট্যাটাস দেওয়ার পর বিষয়টি গোয়েন্দা সংস্থা, পুলিশ ও স্বাস্থ্যবিভাগের নজরে আসলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। তবে পরবর্তীতে তার আইডি থেকে সেই পোস্ট সরিয়ে নেয়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান জানান, মোহাম্মদ হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার জিজ্ঞাসাবাদে এক ব্যাংকারের নাম বলেছে। তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এর সাথে যারাই জড়িত থাকবে, তাদের আটক করা হবে। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলে খুলশী থানা ইনচার্জ জানান।
আলোকিত প্রতিদিন/ ৯ আগস্ট, ২০২১/ দ ম দ