প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা):
ভাঙ্গুড়ায় টিকা নিতে উপচে পড়া ভীড় প্রথম ডোজ ফুরিয়ে যাওয়ায় ফিরে গেলো নিবন্ধনকৃত মানুষেরা। প্রথম ডোজ প্রাপ্ত টিকা নেওয়া মানুষের উপচে পড়া ভীড় নিয়ন্ত্রণ করতে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও অন্যান্য সকলেই গলদঘর্ম হয়ে পড়েন। (কোভিড -১৯) টিকা মানুষের দাড়গোড়ায় পৌঁছে দেয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান কার্যক্রম চালু হওয়ার প্রেক্ষিতে নিবন্ধন অব্যাহত আছে। যারা প্রথম ডোজ টিকা পায়নি তারা আগামী ১১আগষ্ট টিকা পাবেন মর্মে হাসপাতাল কতৃপক্ষ জানান।
আলোকিত প্রতিদিন/ ৯ আগস্ট, ২০২১/ দ ম দ