সখিপুরে চুরি যাওয়া মটর সাইকেল উদ্ধার: চোর শনাক্তে ধামাচাপার অভিযোগ!

0
654

প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইলের সখিপুর উপজেলার পৌর এলাকার শিক্ষক রবিউল আলমের চুরি যাওয়া মর্ট সাইকেল উদ্ধার , চোর শনাক্তে নিয়ে এলাকায় তোলপাড়ের সৃষ্ঠি হয়েছে । এবং ঘটনাটি টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠেছে স্থানীয় কাউন্সিলর আবু সাইদের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর আবু সাইদ।
জানা গেছে, সখিপুর পৌর এলাকার রবিউল আলম (৫০)  শুক্রবার বছির উদ্দিন মোড়ে তার ব্যবহিত কালো রংয়ের মটর সাইকেলটি সিটি ১০০ রেখে বাড়িতে বাশ কাটার জন্য যায় কিছুক্ষন পর এসে তার মটর সাইকেলটি দেখতে না পেয়ে চিৎকার করতে থাকে অনেক খোজাখুজি করিয়া না পাওয়ায় স্থানীয়দের সহযোগীতা চায়। স্থানীয় যুবক লাল মিয়ার পরামর্শে সিসি ক্যামেরা দেখতে চাইলে এক ঘন্টা পর মটর সাইকেলটি ফেরত পায়। এ ঘটনায় এলাকায় চোর শানাক্তে তোলপাড়ের সৃষ্ঠি হয়েছে। ভুক্তভোগি রবিউল আলম মাস্টার বলেন, শুক্রবার জুম্মার নামাজের সময় মটর সাইকেলটি হারিয়ে যায়। সন্ধ্যায় মটর সাইকেলটি ফেরত পাই।ফেরত পাওয়ার পর সখিপুর থানার পুলিশ আমাকে থানায় নিয়ে যায়। মটর সাইকেলটি ফেরত পেয়েছি এ মর্মে লিখিত রাখে। পঞ্চাশ হাজার টাকা পেয়েছি বিষয়টি সঠিক নয়। সরেজমিনে , সোমবার দুপুরে বছির উদ্দিন মোড়ের দোকানদার সাবেক কমিশনার মো. বাদশা মিয়া, মাতাব্বর লাল মিয়াসহ অনেকেই জানান, বছির উদ্দিন মোড়ে সিসি ক্যামেরা থাকায় চোর মটর সাইকেলটি ফেরত দেয়। সাথে মটর সাইকেলের মালিক রবিউল মাষ্টারকে পঞ্চাশ টাকা ও স্থানীয় পুলিশ প্রশাসনকে মোটা অংকের টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেয় ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আবু সাইদ।
এ বিষয়ে সখিপুর পৌরসভার কাউন্সিলর মো. আবু সাইদ বলেন, মটর সাইকেল হারিয়ে রবিউল মাষ্টার কান্নাকাটি করতে দেখেছি তবে জুম্মা নামাজের সময় হওয়ায় আমি দ্রুত নামাজ পড়তে যাই। টাকার বিনিময়ে মীমাংসার ঘটনা সত্য নয়। ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বাছেদ মুঠোফোনে বলেন, রবিউলের মটরসাইকেল হারানোর এক ঘন্টার মধ্যে গাড়ি ফেরত পায় কিন্তু চোরের নাম সে বলেনা এবং রবিউল মাষ্টার বলেন, আমাকে মেরে ফেললেও চোরের নাম বলতে পারবোনা।
এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একে এম সাযদুল হক ভুইযা বলেন, ঘনানাটি শুনেছি। তবে কেউ বাদি না হওয়ায় আইগত ব্যবস্থা নিতে পারি নাই। তবে থানায় বসে টাকার বিনিময়ে মীমাংসা সত্য নহে। সরেজমিনে কোন পুলিশের পরিদর্শক গিয়েছিলেন জানতে চাইলে তিনি জানান কোন পুলিশ পরিদর্শক গিয়েছিলেন আমার নাম মনে নেই।

আলোকিত প্রতিদিন/ ৯ আগস্ট, ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here