হাবিবুল্লাহ আহসান,উলিপুরঃ
কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে গরীব অসহায়দের জন্য সরকারের বরাদ্দকৃত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, রোববার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়, রবিবার ৮আগস্ট স্থানীয় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। অভিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা হতদরিদ্রের ১৩ লাখ ৫২ হাজার ৬০০ টাকা আত্মসাতের সত্যতা মিলেছে। জানা যায় চলতি বছরের মে মাসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অত্র পরিষদে ৬১৭৮ টি হতদরিদ্র পরিবারের মাঝে ৪৫০ টাকা করে ২৭ লাখ ৮0 হাজার একশত টাকা ভিজিএফের বরাদ্দ আসে। গত ১৩ মে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চেয়ারম্যান ৩১৫০ টি পরিবারের মাঝে টাকা বিতরণ করেন এবং বাকি টাকা তার নিজস্ব নাম্বারে গচ্ছিত রাখেন। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে উলিপুর উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহি অফিসার নুরে জান্নাত রুমি ও উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু এবং উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনাস্থলে গিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করে চেয়ারম্যানকে জেলহাজতে প্রেরণ করা হয়।এই ঘটনায় জেলা প্রশাসক কুড়িগ্রাম স্থানীয় সরকার পরিষদ আইনে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে, তারই ধারাবাহিকতায় ৮ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আবু জাফর রিপন পিএএ স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যানের কাছে বারবার ফোন দেওয়া হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায় । উলিপুর উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের বিষয়টি মন্ত্রনালয়ের ওয়েবসাইট থেকে জেনেছি তবে অফিসিয়ালি কাগজপত্র হাতে পাইনি।
আলোকিত প্রতিদিন/৯ আগস্ট২০২১/আর এম