পদ্মা সেতুর পিলারে আবার ফেরির ধাক্কা, ফেরির মাস্টার ও সুকানি বরখাস্ত

0
330

মো: আহসানুল ইসলাম আমিন, মুন্সীগঞ্জ : 

দুই সপ্তাহ যেতে না যেতে পদ্মা সেতুর পিলারে আবার ধাক্কা দিয়েছে ফেরি। মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে আবারও ধাক্কা লেগেছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের। এ সময় ওই ফেরিতে থাকা ২০ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, মাদারীপুর জেলার বাংলাবাজার ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে আসছিল ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। সোমবার ৯ আগস্ট সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ফেরিটি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আঘাত হানে। এ সময় ফেরিতে থাকা ২০ যাত্রী আহত হয়েছেন। এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন বলেন, বাংলাবাজার ঘাট থেকে আসার পথে ফেরিটি সেতুর ১০ নম্বর পিলারে আঘাত হানে। এ সময় ফেরির কয়েকজন যাত্রী আহত হন। ফেরিতে থাকা একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়। ফেরিতে লম্বা ফাটল দেখা গেছে। পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরি ধাক্কার ঘটনায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্টার মো. দেলোয়ার ইসলাম ও সুকানি মো. আবুল কালাম আজাদকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ১০ আগস্ট দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডাব্লিউটিসি) এক দপ্তর আদেশে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান। তিনি বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমটি গঠন করা হয়েছে। এর আগে গত ২৩ জুলাই নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে শাহজালাল নামে রো রো ফেরির সংঘর্ষ হয়। এতে ফেরিটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির মাস্টার আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি।

আলোকিত প্রতিদিন/১০ আগস্ট ২০২১/ আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here