প্রতিনিধি, চকরিয়া:
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া পুকপুরিয়া (এটিএন পার্কের পশ্চিম পাশে) স্থানে ১৫ আগস্ট সকাল ১০ টায় কক্সবাজার থেকে চট্টগ্রাম মুখী প্রাইভেট নোয়া গাড়ি (নং চট্র-মেট্রো ছ-১১-২৬৯০) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে পুকুরে ডুবে যায়। এতে স্থানীয় পথচারী সহ ৭ জন ঘটনাস্থলে নিহত ও ২ জন আহত।
নিহতরা হলেন-চট্টগ্রামের বাশখালী উপজেলার দক্ষিণ সাধনপুর এলাকার প্রদীপ রুদ্রের স্ত্রী পুর্নিমা(২৬), আড়াই বছরের ছেলে শ্বার্থ ও মা রানী রুদ্র (৫০),
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নতুন পাড়া গ্রামের রাম মাষ্টারের ছেলে রতন বিজয় দে(৫৫) ও তার স্ত্রী মধুমিতা দে(৪৮), ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড পুকপুকুরিয়া গ্রামের মোঃ ঈসমাইলের স্ত্রী হাজেরা বেগম (৫৫) (পথচারী)। নিহত এক জনের পরিচয় পাওয়া যায়নি।
নোহা গাড়ির অপর দুই যাত্রী প্রদীপ রুদ্র(৩৫) ও তার ৭ বছরের কন্যা অলৌকিক ভাবে বেঁচে যায়। চিরিংগা হাইওয়ে পুলিশের এস আই সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ও চকরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে পানি থেকে লাশ গুলো উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আলোকিত প্রতিদিন/ ১৫ আগস্ট ২০২১/ দ ম দ
- Advertisement -