নওগাঁয় সিরিজ বোমা হামলার ১৬ বছরপূর্তিতে উপজেলা আঃলীগের প্রতিবাদ সভা

0
280

প্রতিনিধি,নওগাঁ

নওগাঁর নিয়ামতপুরে দেশব্যাপি সিরিজ বোমা হামলার ১৬ বছর পূর্তিতে প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামীলীগ। ২০০৫সালের ১৭ আগষ্ট এই সিরিজ বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জেএমবি। মঙ্গলবার (১৭আগষ্ট) সকাল ১০টায় নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের নিজস্ব দলীয় কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক সরকার কামাল হোসেন, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনে টিটু প্রমুখ। এছাড়া আরো উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন,  দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে ৬৩ জেলায় একযোগে এ হামলা চালায় বিএনপি-জামায়াত সরকারের মদদপুষ্ট জঙ্গিরা। সেই সময় বিএনপি-জামাতের পৃষ্ঠপোষকতায় দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। তারা দেশের মানুষের জীবন নিয়ে খেলেছিল। মানুষ বিএনপি জামায়াতের এই জঙ্গিবাদকে চিরদিনের জন্য প্রত্যাখ্যান করেছে।

আলোকিত প্রতিদিন/ ১৭ আগস্ট ২০২১/ আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here