জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়ার দোসাইদ এলাকায় মিলাদ ও দোয়া 

0
334
প্রতিনিধি,সাভারঃ
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আশুলিয়ার দোসাইদ এ.কে স্কুল এন্ড কলেজ মাঠে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২০শে আগস্ট শুক্রবার বাদ জুমা আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হাজী মোশাররফ হোসেন খাঁন এর উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।সভাপতিত্ব করেন আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন মন্ডল।  এসময় চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।অনুষ্ঠানে হাজী মোশাররফ হোসেন খাঁন তার বক্তব্যে বলেন ১৫ই আগস্ট স্বাধীনতা বিরুদ্ধি ততকালীন একটি কুচক্রী মহল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু কে স্ব-পারিবারে নির্মম ভাবে হত্যা করে।হত্যাকারীদের হাত থেকে সেদিন রক্ষা পায়নি শিশু শেখ রাসেল।তাকেও সেদিন নির্মম ভাবে হত্যা করা হয়। আল্লাহর অশেষ রহমতে হত্যাকান্ডের হাত থেকে বেচে যায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার এবং তার বোন শেখ রেহানা।আশুলিয়া ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।সেই সাথে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয় উপ-কমিটির সদস্য ও ঢাকা জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ,ইউপি সদস্য হোসেন আলী মাস্টার,ইউপি সদস্য আব্দুল খালেকসহ আরো অনেকে।অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করেন।
আলোকিত প্রতিদিন/ ২০ আগস্ট ২০২১/ আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here