আশুলিয়ায় জাল টাকাসহ আটক-২

0
317
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার আশুলিয়ায় জাল টাকাসহ দুই জাল নোট কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪। সোমবার ২৩ আগস্ট দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-৪। এরআগে রোববার ২২ আগস্ট রাত পৌনে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার জাল নোট কারবারিরা হলেন, শরিয়তপুর জেলার মো. মজিবুর রহমান (৩৪) এবং নেত্রকোনা জেলার মো. তানভীর আহম্মেদ (২১)। র‌্যাব জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় অভিযান চালিয়ে দুই জাল নোট কারবারিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৬১ হাজার ৫০০ টাকার জাল নোট, ৪টি মোবাইল এবং নগদ ১০ হাজার ৩৫৭ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ ঢাকার বিভিন্ন এলাকায় এই জাল নোট তৈরি করে বিভিন্ন লোকদের কাছে স্বল্প মূল্যে বিক্রি করে আসছে। গ্রেফতারকৃতরা আরো জানায় যে, তারা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এই জাল নোটের ব্যবসা পরিচালনা করে থাকে। অদূর ভবিষ্যতে এইরুপ অসাধু জাল নোট ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৩ আগস্ট ২০২১/ আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here