নবীনগরে বিআরডিবি’র উদ্যোগে ঋণ বিতরণ 

0
299
আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কোভিড-১৯ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রণোদনা ৯ লক্ষ টাকা ঋণ বিতরণ করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রবিবার দুপুরে ঋণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আশরাফুল ইসলাম জনি, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সল আলম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা, সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, আবু কাউসারসহ ঋণ গ্রহিতাগণ। বক্তারা বলেন, করোনা মহামারি ক্লান্তি লগ্নে মুজিব বর্ষে ক্ষতিগ্রস্থদের ও দেশকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্যই এই প্রণোদনা ঋণ প্রদান করা হয়েছে। অবশ্যই যারা ঋণ নিয়েছেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন। পরে ৯জন ক্ষতিগ্রস্থ প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ৯ লক্ষ টাকার ঋণের চেক তুলে দেন অতিথিবৃন্দ।
আলোকিত প্রতিদিন/ ২৩ আগস্ট,২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here