প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর কর্ণেল জোন্স রােড় , পাহাড়তলী , উত্তর কাট্টলী এলাকায় ভ্যানগার্ড গার্মেন্টস এর পাশে পুকুর ভরাট করে পরিবেশগত ক্ষতিসাধনের দায়ে অদ্য ২৪/০৮/২০২১ ইং তারিখে শুনানীঅন্তে ভ্যানগার্ড গার্মেন্টস কর্তৃপক্ষ ( বিএসএ গ্রুপ ) এর বিরুদ্ধে ২,১৬,০০০ ( দুই লক্ষ ষােল হাজার ) টাকা পরিবেশগত ক্ষতিপূরণ আরােপ করা হয় । গত ১৭/০৮/২০২১ ইং তারিখে এ কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক এর নেতৃত্বে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে পুকুর ভরাটের সত্যতা পাওয়া যায় । অভিযানে এ কার্যালয়ের সহকারী পরিচালক আবুল মুনসুর মােল্লা উপস্থিত ছিলেন । ভরাটকৃত পুকুরের ভূমির তফসিল নিম্নরুপ : মৌজা- উত্তর কাট্টলী , বিএস খতিয়ান নং -৫৬৪ , দাগ নং -৯৯৫১ , শ্রেণী পুকুর । খতিয়ান অনুযায়ী জমির মালিক আমজাদুল ফেরদৌস চৌধুরী । অদ্য শুনানীতে বিএসএ গ্রুপের পক্ষে সুমন আহমেদ সিদ্দিকী , বিভাগীয় প্রধান , প্রশাসন ও মানব সম্পদ , কর্ণেল জোন্স রােড , পাহাড়তলী , চট্টগ্রাম ও তুর্ষিত চৌধুরী , ঊর্ধ্বতন ব্যবস্থাপক ( প্রশাসন ) কর্ণেল জোন্স রােড , পাহাড়তলী , চট্টগ্রাম এর উপস্থিতিতে এ ক্ষতিপূরণ আরােপ করা হয় । আদেশে ভরাটকৃত পুকুরটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য এবং আগামী ০৭ ( সাত ) দিনের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পরিশােধের জন্য নির্দেশ প্রদান করা হয়।
আলোকিত প্রতিদিন/২৪ আগস্ট ২০২১/ আর এম